বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

সরকারের ব্যর্থতা জাতিকে হতাশ করেছে

-ইসলামী ঐক্য আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান বলেছেন, করোনা মহামারীর  করালগ্রাসে জনজীবন চরম বিপর্যস্ত।  করোনা মোকাবিলায়  সরকারি  অব্যবস্থাপনা ও দলীয়করণ জাতিকে হতাশ করেছে। লকডাউনে কোথাও শৃঙ্খলা নেই এবং চিকিৎসা সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতির মহোৎসব চলছে। গতকাল এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে জাতির কঠিন সময়ে সেবা দিচ্ছেন সেই ডাক্তার, নার্স ও পুলিশদের  পর্যন্ত সরকার পর্যাপ্ত  নিরাপত্তা সামগ্রী দিতে পারছে না । মূলত সবকিছু দলীয়করণ করার মানসিকতার কারণে করোনার প্রতিরোধে সরকারের এই ব্যর্থতা। তারা আরও বলেন, করোনার মহামারী আজ সারাবিশ্বে অপ্রতিরোধ্য। এর কোনো চিকিৎসা বা প্রতিরোধের ব্যবস্থা করতে বড় বড় শক্তি ও চিকিৎসা বিজ্ঞানীরা ব্যর্থ। মানুষ এই পরিস্থিতিকে আল্লাহর গজব হিসেবে বিবেচনা করছে। এ অবস্থায় সবার আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত।

সর্বশেষ খবর