শিরোনাম
শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

পুলিশে আক্রান্ত সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে আনসারে ৬৩২

নিজস্ব প্রতিবেদক

করোনায় পুলিশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে। গতকাল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, এ পর্যন্ত পুলিশের ৯ হাজার ৮৬৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ডিএমপিতেই আক্রান্ত ২ হাজার ১৯৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৯৪ জন। মারা গেছেন ৩৭ জন।

এদিকে আনসার বাহিনীতে ৭ কর্মকর্তাসহ মোট আক্রান্ত ৬৩২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৫৮ জন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্র জানায়, নতুন করে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও চারজন। আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা সাতজন, ব্যাটালিয়ন আনসার ২০৪ জন, মহিলা আনসার তিনজন, সাধারণ আনসার ৩৯৪ জন, কর্মচারী পাঁচজন, ভিডিপি সদস্য সাতজন, বিশেষ আনসার চারজন, উপজেলা প্রশিক্ষক দুজন, উপজেলা প্রশিক্ষিকা দুজন এবং হিল আনসার চারজন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪০১ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২৩১ জন। সুস্থতার হার ৫৬ শতাংশের চেয়ে বেশি। কারাসূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে কারাগারের মোট ৩১ জন আইসোলেশনে আছেন। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আছেন একজন মেডিকেল অফিসার, হাইসিকিউরিটি কারাগারের একজন সহপ্রধান কারারক্ষী, নারায়ণগঞ্জের দুজন কারারক্ষী, চট্টগ্রামের দুজন কারারক্ষী, খাগড়াছড়ির একজন কারারক্ষী, ব্রাহ্মণবাড়িয়ার একজন কারারক্ষী, কুমিল্লার একজন কারারক্ষী, বগুড়ার সাতজন কারারক্ষী, পাবনার পাঁচজন কারারক্ষী, রংপুরের একজন কারারক্ষী, খুলনার চারজন কারারক্ষী, যশোরে তিনজন কারারক্ষী, নেত্রকোনার একজন ডিপ্লোমা নার্স এবং ভোলার একজন কারারক্ষী। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৭৫ জনকে।

সর্বশেষ খবর