রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

হবিগঞ্জে মানববন্ধন পালন : ২ সাংবাদিকের মামলা প্রত্যাহার দাবি

হবিগঞ্জ প্রতিনিধি

মৎস্য কর্মকর্তার অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে দুই ২ সাংবাদিকের বিরুদ্ধে ওই কর্মকর্তার সাইবার ট্রাইব্যুনালে করা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হবিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন রাসেল চৌধুরী। এস এম সুরুজ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন হবিগঞ্জ  প্রেস ক্লাব সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরিফ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ। বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা আলম নবীগঞ্জ কুর্শিকাপ হ্যাচারীতে দায়িত্বকালে তার বিরুদ্ধে মৎস্য মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসক বরাবরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মৎস্যজীবী ও স্থানীয় এলাকাবাসী। এর প্রেক্ষিতে  টেলিভিশনসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিভিন্ন সময় ওই কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এর জেরে মাছরাঙা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও বাংলা নিউজ ২৪.কম-এর হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলমের বিরুদ্ধে ১৫ মার্চ মামলা করেন ওই মৎস্য কর্মকর্তা। মানববন্ধনে বক্তারা ওই মৎস্য কর্মকর্তার কার্যকলাপের সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সর্বশেষ খবর