সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

পুলিশের ফেসবুক পেজে অভিযোগ মানব পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ভিয়েতনামে নির্যাতনের শিকার একজন যুবকের অভিযোগের ভিত্তিতে মানব পাচারকারী চক্রের এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।  তিনি বলেন, সম্প্রতি ভিয়েতনাম থেকে একজন ভুক্তভোগী বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় ফেসবুক পেজের মেসেঞ্জার ইনবক্সে জানান যে- তারই এলাকার মানব পাচারকারী চক্রের দালাল কাজী সালেহ আহাম্মদ ওসমানীর (মাসা) মাধ্যমে উচ্চ বেতনের চাকরির আশ্বাসে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে কিছুদিন পূর্বে ভিয়েতনামে আসেন। ওই দালাল তাকে আশ্বাস দিয়েছিলেন যে- কোম্পানি তাকে সরাসরি এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে, তার থাকা-খাওয়া এবং চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে এবং মাসে ৬৫০ ডলারের সমপরিমাণ বেতন দেবে। সোহেল রানা জানান, কিন্তু ভিকটিম ভিয়েতনামে পৌছানোর পর দেখতে পান যে- এর কোনো কিছুই সত্য নয়। তাকে এয়ারপোর্ট থেকে কেউ নিতে আসেনি, থাকা-খাওয়ার কোনো ব্যবস্থা নেই, এমনকি চাকরিরও কোনো খবরই নেই। বরং সেখানে পৌছার পর তার ওপর শুরু হয় নানারকম নির্যাতন। এমন পরিস্থিতিতে ভিকটিম দেশে ফেরার জন্য দালালের সঙ্গে যোগাযোগ করলে দালাল তাকে জানায় যে- তার (দালালের) কাজ ছিল তাকে (ভিকটিমকে) ভিয়েতনামে পৌঁছানো, এখন তার আর কোনো দায়িত্ব নেই। বর্তমানে ওই ভিকটিম ভিয়েতনামে মানবেতর জীবন যাপন করছেন। ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সদর দফতর বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারকে অবহিত করে।

 জেলা পু?লি?শের প্রাথ?মিক তদ?ন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর প্রে?ক্ষি?তে জেলা গোয়েন্দা পুলিশ দালাল চক্রের সদস্য কাজী সালেহ আহাম্মদ ওসমানীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দালাল ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর