বুধবার, ১ জুলাই, ২০২০ ০০:০০ টা

শাহজালালের (রহ.) ওরস হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মহামারী করোনাভাইরাসের কারণে এবার হজরত শাহজালালের (রহ.) ৭০১তম বার্ষিক ওরস হচ্ছে না। গতকাল বিকালে শাহজালাল (রহ.) দরগাহ অফিসে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দরগাহর মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান। ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম মহামারীর কারণে ওরস  আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে না বলে জানান তিনি।

ফতেহ উল্লাহ আল আমান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় এবার আগামী ১১ ও ১২ জুলাই দুদিনব্যাপী হজরত শাহজালালের (রহ.) ৭০১তম ওরস উদযাপিত হবে না। তাই ওরসের নির্ধারিত দিন মাজারে ভক্ত ও আশেকানদের ভিড় না করার অনুরোধ জানান এই মোতাওয়াল্লি।

বৈঠকে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্ত পরিষদের সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া, সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন সিরুল ও মাজারের খাদেম তৌফিক আহমদ চৌধুরী লাভলু প্রমুখ।

 

সর্বশেষ খবর