শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে কলেজ ছাত্রীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরায় জায়িম সুলতানা (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল মুসলিমনগরের একটি বাসায় এ ঘটনা ঘটে। এর আগে গত বুধবার ভোরে মেরুল বাড্ডায় লুনা বৈদ্য (২৫) নামের এক কলেজছাত্রী সুইসাইডাল নোট লিখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এদিকে গতকাল বাড্ডার সাতারকুল রোডের একটি বাড়িতে জহিরুল ইসলাম (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মৃত জায়িমের খালা রোকেয়া সুলতানা জানান, তাদের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায়। জায়িমের বাবার নাম আবদুল ওহাব। পরিবারের সঙ্গে ডেমরা মুসলিমনগরে থাকতেন। দুই ভাইবোনের মধ্যে বড় জায়িম। মহানগর মহিলা কলেজে মনোবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। গতকাল বেলা ১১টার দিকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন জায়িম। আত্মহত্যার কারণ জানাতে পারেনি পরিবার। মৃত জায়িমের ফুফু মুর্শিদা আক্তার জানান, গতকাল সকালে তার বাবা-মা অফিসে চলে যায়। তার ছোট ভাই ও জায়িম রুমেই ছিল। ছোট ভাই ঘুম থেকে উঠে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বোন ঝুলছে। তিনি বাবা-মাকে ফোনে খবর দিলে তারা বাসায় আসেন। দ্রুত জায়িমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাতারকুলের মৃত জহিরুলের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, জহিরুল একটি কোম্পানিতে সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন। তার বাবার নাম আলতাফ হোসেন। বাড়ি বরিশালের কোতোয়ালিতে। পরিবার নিয়ে বাড্ডা সাতারকুল রোডের একটি বাড়িতে থাকতেন। গতকাল সকালে বাথরুমে জহিরুলের প্যান্ট পড়ে থাকতে দেখেন এবং পাশে ঘুমের ট্যাবলেটের খালি খোসা দেখতে পান স্বজনরা। পরে সন্দেহ হলে জহিরুলের রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিভিন্ন মানসিক দুশ্চিন্তায় জহিরুল আত্মহত্যা করতে পারেন।

সর্বশেষ খবর