শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় মসজিদে মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারা দেশে গতকাল জুমার নামাজের পর করোনাভাইরাস, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করা হয়েছে। করোনা মহামারী থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর হেফাজতের জন্যও দোয়া করা হয়েছে। বায়তুল মোকাররমে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। তিনি বলেন, মহামারী করোনাভাইরাসের সময় বন্যা, ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। হে আল্লাহ, আমাদের সব প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন। সব বালা-মুসিবত দূর করে দিন। মুসলমানরা হজ করতে পারছে না, এ নিয়ে দুঃখ প্রকাশ করে ইমাম প্রার্থনা করেন, হে আল্লাহ, করোনাভাইরাসের কারণে এবার মুসলিম উম্মাহ হজ করতে পারছে না। আপনি দ্রুত মহামারী দূর করে দিন। আমাদের গুনাহ মাফ করে আমাদের কবুল করুন। আবার আমাদের আপনার পবিত্র ঘর এবং প্রিয় নবীর রওজা মোবারকে জেয়ারত করার পরিবেশ ফিরিয়ে দিন। সামনে পবিত্র ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদুল আজহা উদযাপন এবং কোরবানি করার তৌফিক দিন। এর আগে মুসল্লিরা জীবাণুনাশক কক্ষের ভিতর দিয়ে বায়তুল মোকাররমে প্রবেশ করেন।

সবাই মুখে মাস্ক পরে মসজিদে আসেন। এক কাতার ফাঁকা রেখে ও পরস্পর থেকে তিন হাত দূরে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তারা। একইভাবে রাজধানীর অন্যান্য মসজিদেও স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।

সর্বশেষ খবর