রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর পল্লবী এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত আবদুর রউফ গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের এডিসি আশরাফুল্লাহ জানান, সিয়াম আহমেদ নাহিদ নামের ফেসবুক ওয়ালে একটি চাকরির বিজ্ঞাপন দেখেন মাস্টার্স পড়ুয়া মিজানুর। তিনি নাহিদের সঙ্গে ম্যাসেঞ্জারে যোগাযোগ করেন। এ সময় ডলার বেচাকেনার প্লাটফর্ম ইথিকয়েন কোম্পানিতে মিজানুরকে চাকরির অফার দেন নাহিদ। শুরুতেই বেতন ২৫ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়। মিজানুরের জীবনবৃত্তান্ত ও মোবাইল নম্বর নিয়ে কোম্পানির এজেন্ট হিসেবে নিয়োগ দেন। এদিকে হামিম হাসান নামে এক ব্যক্তির ওয়েবমানি প্রয়োজন। তিনি নাহিদের ম্যাসেঞ্জারে নক করেন। নাহিদ ইউএসএ আছে বলে জানায়। তার স্থানীয় প্রতিনিধি মিজানুরের সঙ্গে হামিমকে যোগাযোগ করতে বলে। এর পরিপ্রেক্ষিতে হামিমের সঙ্গে দেখা করে ৭২ হাজার টাকা নেয় মিজানুর। নাহিদের কথা মতে ওই টাকা ঢাকা ব্যাংকে আবদুর রউফের অ্যাকাউন্টে জমা দেন। এরপরই ফেসবুকে তাকে ব্লক করা হয়। তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।

আশরাফুল্লাহ জানান, প্রতারক আবদুর রউফ ফ্রিল্যান্সার। তিনি আপওয়ার্কে কাজ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রমোট করে ডলার উপার্জন ছাড়াও মার্কেটিংয়ের কাজ করে। পাশাপাশি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট।

সর্বশেষ খবর