রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

অদম্য মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ দিল রোটারি ক্লাব

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব ঢাকা কারওয়ান বাজার ও রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর উদ্যোগে আটজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ ও মোবাইল ফোন দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের আমনুরার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের এসব সামগ্রী দেওয়া হয়।

রোটারি ক্লাব অব ঢাকা কারওয়ান বাজারের চার্টার্ড প্রেসিডেন্ট আহমেদ ফারুক বলেন, ‘দরিদ্র শিক্ষার্থীদের স্বাবলম্বী করে নার্সিং পেশায় নিয়ে আসা আমাদের স্বপ্নের প্রকল্প। অনলাইনে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রয়োজনীয় সামগ্রী না থাকায় আটজন শিক্ষার্থীকে একটি ল্যাপটপ ও সাতটি স্মার্টফোন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ৪৫ জন শিক্ষার্থীকে এ সেবার আওতায় আনা হবে।’

রাজশাহী ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট অধ্যাপক ড. সামশুল আলম জানান, ‘এ শিক্ষার্থীরা বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত। এ কর্মসূচির তত্ত্বাবধানে থাকবে তাবিথা ফাউন্ডেশান ও আরসিসি আমনুরা।’ জুম প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন ৩২৮১ জেলা গভর্নর মো. রুবাইয়েত হোসেইন, জেলা সেক্রেটারি জেনারেল নুরুল হুদা পিন্টু। দুই ক্লাবের নতুন প্রেসিডেন্ট আসাদ হোসেইন ও সোহেল সারওয়ার জাহানের তত্ত্বাবধানে আয়োজনটি সম্পন্ন হয়।

সর্বশেষ খবর