বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই বাঙালি গুরুত্বপূর্ণ পদ পেলেন

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই বাঙালি কূটনীতিবিদ গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিলেন। নিউইয়র্কের কনসাল জেনারেল সন্দ্বীপ চক্রবর্তী সাউথ ব্লকে আমেরিকা ও কানাডা বিভাগের যুগ্মসচিব হলেন। তিনি এক সময়ে বাংলাদেশে ভারতীয় মিশনে উপ-হাউকমিশনারের দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয়জন হলেন অরিন্দম বাগচি। তিনি অত্যন্ত স্পর্শকাতর উত্তর বিভাগের দায়িত্ব পেলেন। এই বিভাগের অধীনে রয়েছে নেপাল ও ভুটান। একই সঙ্গে পাকিস্তান হাইকমিশনের উপ হাইকমিশনার জে পি সিং পাকিস্তান-আফগানিস্তান ও ইরানের দায়িত্ব পেলেন। তিনি একসময়ে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচার বিভাগের ওএসডি ছিলেন।

অরিন্দম বাগচি ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূত ছিলেন। তার আগে দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে ও শ্রীলঙ্কায় উপপ্রধানের দায়িত্ব পালন করেছেন। জে পি সিং আগে একটানা চার বছর পাকিস্তানে ছিলেন। তার আগে চার বছর কাবুলে দায়িত্ব পালন করেন। তারা সবাই বাংলাদেশ বিষয়ে অত্যন্ত নিয়মিত খোঁজখবর রাখেন।

সর্বশেষ খবর