বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

চলে গেলেন ছড়াকার আলম তালুকদার

সাংস্কৃতিক প্রতিবেদক

চলে গেলেন ছড়াকার আলম তালুকদার

করোনা উপসর্গ নিয়ে পরপারে চলে গেলেন জনপ্রিয় ছড়াকার ও বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের উপদেষ্টা আলম তালুকদার (৬৪)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। ১৯৫৬ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন আলম তালুকদার। শিশুসাহিত্যের প্রায় সব শাখায় তার সদর্প বিচরণ ছিল।

তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৮০টি। শিশুসাহিত্যের পাশাপাশি রম্যসাহিত্যেও তার জনপ্রিয়তা ছিল।

 

সর্বশেষ খবর