রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

সব স্কুলে ৫০ শতাংশ টিউশন ফি চায় অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক

মাস্টারমাইন্ডসহ অন্য ইংলিশ মিডিয়াম স্কুলে করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইন ক্লাস চলাকালীন সময়ে ৫০ শতাংশ টিউশন ফি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিভিন্ন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকরা। গতকাল ধানমন্ডিতে ‘প্যারেন্টস ফোরাম অব মাস্টারমাইন্ড স্কুল’ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

তাদের দাবির মধ্যে আরও রয়েছে- প্রতি বছর স্কুলের টিউশন ফি বৃদ্ধি বন্ধ করা, মানসম্মত অনলাইন ক্লাস নিশ্চিত করা, শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করা, মহামারী পরিস্থিতিতে স্কুলের বেতন সময়মতো পরিশোধ করতে না পারলে শিক্ষার্থীর ক্লাস বন্ধ না করা।

অভিভাবকরা বলেন, করোনা মহামারীর মধ্যে আয় কমেছে সবারই। এর ওপর অনলাইন ক্লাস আর সরাসরি ক্লাসের মধ্যে পার্থক্য অনেক। স্কুলগুলো বন্ধ থাকায় প্রতিষ্ঠানের খরচও কমে গেছে প্রায় অর্ধেক। এ পরিস্থিতিতে আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে ৫০ শতাংশ বেতন নেওয়াসহ ন্যায্য কিছু দাবি তুলে ধরেছি।

প্যারেন্টস ফোরামের আহ্বায়ক এ কে এম আশরাফুল হক, সদস্য সচিব আজম সালাহউদ্দিনসহ বিভিন্ন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকরা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর