শিরোনাম
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা

বিদ্যুতায়িত হয়ে পুরান ঢাকায় তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার বংশালে বৃষ্টির জমিয়ে থাকা পানি নিষ্কাশনের সময় গতকাল বিদ্যুতায়িত হয়ে সেলুন দোকানের এক তরুণ কর্মচারীর মৃত্যু হয়েছে। তার নাম আলামিন (২০)। জানা গেছে, বিদ্যুতায়িত হওয়ার পর প্রথমে সহকর্মীরা অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

আলামিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিলাপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল বড়। বংশালের হাজী উসমান গনি রোডে সেলুন দোকানের পাশেই এক মেসে থাকত। ঢামেক সূত্র জানায়, গতকাল সকালে মালিকের ছোট ভাই হাসেমের সঙ্গে দোকানে যায় আলামিন। দোকানে গিয়ে দেখতে পায়, ভিতরে হাঁটুপানি। পরে তারা দোকান খুলে পানি নিষ্কাশনের কাজ শুরু করে। এ সময় আলামিন বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর