শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনার পরীক্ষা নিয়ে দুর্ভোগে বিদেশগামীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনা পরীক্ষা নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রেমিট্যান্সযোদ্ধা ও বিদেশ ভ্রমণকারীরা। একটি পয়েন্টে নিবন্ধন, দুইটি বুথে নমুনা প্রদান এবং একটি ল্যাবে পরীক্ষা করায় দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে তাদের। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে। দীর্ঘ সময় যাচ্ছে ফরম সংগ্রহ ও জমা দানে। গত দুই দিনই চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। বৃহস্পতিবার প্রথম দিন ১১৯টি নমুনা সংগ্রহ করা হয়। গতকাল এগুলোর রিপোর্ট দেওয়া হয়। গতকাল ৫৮টি নমুনা ল্যাবে পাঠানো হয়।  ভুক্তভোগীদের অভিযোগ, সরকারের কাছে করোনার নমুনা সংগ্রহের প্রথমদিকের তিক্ত অভিজ্ঞতা আছে। এখন প্রবাসীদের আবারও কেন সেই ভোগান্তিতে ফেলা হচ্ছে তা বুঝছি না। অথচ চট্টগ্রামে সরকারি আরও তিনটি ল্যাব আছে। সেখানেও নমুনা পরীক্ষা ও সংগ্রহ বুথ দেওয়া যেত। এখন সিভিল সার্জন কার্যালয়ের একটি পয়েন্টে নিবন্ধন এবং জেনারেল হাসপাতালের দুইটি বুথে নমুনা দেওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। জানা যায়, প্রবাস, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও পর্যটন কাজে বিদেশ যেতে সরকার করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে।

বিদেশ যাত্রার আগের ৭২ ঘণ্টার মধ্যেই এই সনদ সংগ্রহ করতে হচ্ছে। ২৩ জুলাই থেকে এটি বাধ্যতামূলক করা হয়। সনদটি নিতে হবে দেশের নির্দিষ্ট ১৬টি ল্যাব থেকে। চট্টগ্রামে নমুনা পরীক্ষা হচ্ছে শুধু বিআইটিআইডি ল্যাবে। এজন্য প্রথমে সিভিল সার্জন কার্যালয়ে টিকিট, ভিসা এবং পাসপোর্ট দেখিয়ে রেজিস্ট্রেশন শেষে জেনারেল হাসপাতালের দুইটি বুথে নমুনা দিতে হবে। এসব নমুনা পাঠানো হবে বিআইটিআইডি ল্যাবে। কিন্তু দুইটি বুথে নমুনা সংগ্রহ করায় বিদেশগামীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত দুই দিনে অসংখ্য প্রবাসীকে লাইনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সৌদি প্রবাসী ওমর ফারুক বলেন, ‘সকাল ৭টায় এসে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিবন্ধন ফরম সংগ্রহ করেছি। জমা দিতে পেরেছি দুপুর ১১টার পর। শনিবার আবার আসব নমুনা দিতে। তখন কী অবস্থা হয়, কতক্ষণ লাইনে দাঁড়াতে হয় জানি না।’

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘জেনারেল হাসপাতালের দুইটি বুথে পাঁচজন লোক নমুনা সংগ্রহ করছে। ফলে কোনো সমস্যা হয়নি। আশা করি, এখন থেকে আর কোনো সমস্যা হবে না। বৃহস্পতিবার যেসব নমুনা ল্যাবে পাঠানো হয়েছে সেগুলোর রিপোর্ট চলে এসেছে।’

সর্বশেষ খবর