রবিবার, ২৬ জুলাই, ২০২০ ০০:০০ টা
বংশালে গ্যাস বিস্ফোরণ

ভাইয়ের পরে বোনের মৃত্যু, বাবা-মাও সংকটে

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার বংশালে বাসায় গ্যাসলাইন থেকে বিস্ফোরণের ঘটনায় ছোট ভাই মইনুলের পর ৫ বছরের বোন জান্নাতেরও মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এ নিয়ে পরিবারের ২ শিশুর মৃত্যু হলো। এ ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া শিশু দুটির বাবা জাবেদ (৩৫) ও মা শিউলির (২৫) অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, জান্নাতের শ্বাসনালীসহ শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন তার বাবা জাবেদ হোসেন ৩৭ শতাংশ ও মা শিউলি আক্তার ১৭ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কসাইটুলি ৪৪/১ নম্বর শিমুলের ২তলা বাড়ির নিচ তলায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। এতে দেওয়াল চাপায় সঙ্গে সঙ্গেই মারা যায় জান্নাতের ছোট ভাই ৩ বছর বয়সের মইনুল। দগ্ধ হন মা-বাবা ও জান্নাত। স্বজনরা জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার আড়াইশিতা লাওয়াশ্বর গ্রামে। জাবেদের বাবার নাম আবদুস সাত্তার। স্ত্রী শিউলি আক্তার, বড় মেয়ে জান্নাতুল ইসলাম ও ছেলে মইনুল ইসলামকে নিয়ে কসাইটুলির ওই বাসাতে ভাড়া থাকতেন। ওই এলাকাতেই একটি ব্যাগ কারখানা রয়েছে জাবেদের।

সর্বশেষ খবর