মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

ঈদ সামনে রেখে ফ্রিজ বিক্রির ধুম

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

করোনা পরিস্থিতির মধ্যে প্রতিবারের মতো এবারও কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে ফ্রিজ বিক্রির ধুম পড়েছে। ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানি নানা ধরনের লোভনীয় অফার ঘোষণা করায় ফ্রিজ বিক্রিতে যোগ হয়েছে নতুনমাত্রা। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই বিভিন্ন কোম্পানির শো-রুমসহ দোকানে ভিড় করছেন ক্রেতারা। চট্টগ্রাম নগরীতে সড়কে ভ্যানে করে ফ্রিজ নিতে দেখা যাচ্ছে অনেককেই। এবারও ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানির নতুন নতুন মডেলের ফ্রিজ বাজারে এসেছে। এর মধ্যে ওয়ালটনসহ কয়েকটি কোম্পানি ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচারও দিচ্ছে ক্রেতাদের।

ওয়ালটনের ম্যানেজার শহীদুজ্জামান রানা বলেন, ফ্রিজ কিনে মিলিয়নিয়ার   হওয়ার সুযোগ গ্রাহক পর্যায়ে  ব্যাপক  সাড়া ফেলেছে। ইতিমধ্যে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন অসংখ্য ক্রেতা। গত ঈদেও এককভাবে ১০ লাখেরও বেশি ফ্রিজ বিক্রি করে রেকর্ড  সৃষ্টি করেছিল ওয়ালটন। চট্টগ্রাম নগরীর শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটের মনছুর আলম চৌধুরী নামের এক ব্যবসায়ী বলেন, কোরবানির মাংস সংরক্ষণের কথা চিন্তা করে অনেকেই ঘরে ফ্রিজ কিনছেন। রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী নেতা মোজাম্মেল হক বলেন, কোরবানির ঈদে ফ্রিজ বিক্রি ব্যাপক হারে বেড়ে যায়। তা বছরের পর বছর ধরে চলে আসছে।

ফ্রিজসহ বিভিন্ন জিনিসপত্র কিনতে আসা রাউজান ও হাটহাজারীর দুই ক্রেতা আজম ও কামাল বলেন, ‘বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরও হই না। তবু ছোট পরিসরে হলেও কোরবানি তো করতে হবে। মনে করেছিলাম ফ্রিজসহ নানাবিধ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র না কিনলেই চলবে। এখন দেখছি ফ্রিজসহ বেশকিছু কেনাকাটা করতে হবে। তাই চট্টগ্রামের রাস্তাঘাটে মানুষের ভিড়ের মধ্যেও মার্কেটে এসেছি। দেখি ভালো একটা ফ্রিজ নিয়েই বাসায় যাব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর