বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা
শাহজালাল বিমানবন্দর

বোর্ড পাইল ব্যবহারের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দর করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘এ লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ভবনের ফাউন্ডেশনের স্টিল পাইলের পরিবর্তে বোর্ড পাইল ব্যবহারের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি নির্মাণ হলে সারা বিশ্বের কাছে বলতে পারব, আমাদেরও আন্তর্জাতিক মানের বিমানবন্দর আছে।’ গতকাল সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ-সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

বৈঠক শেষে কৃষিমন্ত্রী জুম প্লাটফর্মের মাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবের মধ্যে একটি হলো, কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের ঠিকাদার নিয়োগের লক্ষ্যে ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রস্তাবটি অনেক বড় একটি প্রস্তাব। আমাদের প্রাধিকার প্রকল্পের একটি। প্রধানমন্ত্রী বারবার বলেছেন, কক্সবাজারকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করে পর্যটকদের আকর্ষণের স্থান হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এ  লক্ষ্যে ১৮৬৮ কোটি ৫২ লাখ ৬৯ হাজার ৪৫০ টাকার একটি প্রকল্পে সুপারিশ করা হয়েছে। এই প্রকল্পের ঠিকাদারির কাজটি পেয়েছে চীনের সিআরসি কোম্পানি। বৈঠকে দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল ভবনের ফাউন্ডেশনের স্টিল পাইলের পরিবর্তে বোর্ড পাইল ব্যবহারের ভেরিয়েশন বা কার্যবিধি পরিবর্তনের প্রস্তাব। এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের, অহঙ্কারের একটি প্রকল্প।’

সর্বশেষ খবর