শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা
নির্মাণকাজে অনিয়ম

দুই প্রকৌশলীকে বরখাস্ত করল স্থানীয় সরকার বিভাগ

নিজস্ব প্রতিবেদক

নিম্নমানের কাজ করানোর অভিযোগে একজন উপজেলা প্রকৌশলী ও একজন সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। বরখাস্তকৃতরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন (চলতি দায়িত্ব) ও এলজিইডির অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প সহকারী প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন (প্রেষণ)।সুলতানের বিরুদ্ধে অভিযোগ, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমত শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে নিম্নমানের কাজ করিয়েছেন। আর সাদ্দাম হোসেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার গ্রামীণ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণে নিম্নমানের কাজ করিয়েছেন। স্থানীয় সরকার বিভাগ সূত্র জানান, স্থানীয় সরকারের অধীন সব নির্মাণাধীন বা নির্মিতব্য কাজের গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের নির্দেশে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রকৌশলী টিম সারা দেশের প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন ও পরিদর্শন করছে।

সর্বশেষ খবর