শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সমুদ্রপথে এক দিনে ২৩৫ জন অভিবাসীর যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা

যুক্তরাজ্য প্রতিনিধি

সমুদ্রপথে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা প্রতিদিনই বাড়ছে। তবে গত বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক ২৩৫ জন অভিবাসী পৃথক পৃথক নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেন। ইংলিশ চ্যানেলে এসব অভিবাসীকে বাধা দেওয়া হয় বলে নিশ্চিত করেছে হোম অফিস। তাদের মধ্যে একজন শিশু এবং একজন গর্ভবতী মহিলা রয়েছেন। হোম অফিস জানায়, মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি এবং বর্ডার ফোর্সের ইউনিয়নগুলো ১৭টি নৌকাকে বাধা দিতে সমর্থ হয়।

বিবিসি জানিয়েছে, এ বছর এ পর্যন্ত প্রায় ৩০০টি নৌকায় করে ৩,৯৪৮ অভিবাসী ব্রিটেনে প্রবেশের চেষ্টা করে। এদিকে ইংলিশ চ্যানেলের নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে হোম অফিসকে। গতকাল সকালেও ডোভার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালায় অভিবাসীরা। গত জুন মাসে এই চ্যানেল ক্রস করে ২০০০ এর বেশি লোক যুক্তরাজ্যে প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক শিশু, কিশোর-কিশোরী ফ্রান্স থেকে সমুদ্র পথে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে। আর করোনাভাইরাসের সময়ে মানব পাচার বেশি হয়েছে বলে মনে করছে অনেকে। হোম অফিসকে দ্রুত ও কার্যকরী ভূমিকা নিতে সরকারের পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর