রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ওয়ালটনের আইপিও আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ আজ শুরু হয়ে চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ২৫২ টাকায় নির্ধারিত আইপিওর প্রতি লটে রয়েছে ২০টি করে শেয়ার। সে হিসাবে ৫ হাজার ৪০ টাকায় আবেদন করা যাবে। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ওয়ালটন হাই-টেকের ইপিএস ৪৫.৮৭ ও এনএভি (সম্পদ মূল্য) ২৪৩.১৬ টাকা। পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৬০ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৮০৫ টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করবে ৩৯ কোটি ৩ লাখ ৪২ হাজার ১৯৫ টাকা। যা থেকে ৬২ কোটি ৫০ লাখ টাকা ব্যবসা সম্প্রসারণ, ৩৩ কোটি ঋণ পরিশোধ ও ৪ কোটি ৫০ লাখ টাকা আইপিও পরিচালনায় ব্যয় করবে ওয়ালটন কর্তৃপক্ষ। ইপিএস বিবেচনায় তালিকাভুক্ত দেশীয় কোম্পানির মধ্যে ওয়ালটনের স্থান দ্বিতীয়। এদিকে, বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন আইপিওর মাধ্যমে ১৫০  কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ করবে। আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য ৪৫.১৫, নিট সম্পত্তি মূল্য ৩০.২০ ও শেয়ারপ্রতি মুনাফা ৩.১৩ টাকা।

 

সর্বশেষ খবর