মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সাংবাদিকরা দেশ ও জাতির দর্পণ

-মাহবুব-উল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, সাংবাদিকরা হলেন দেশ ও জাতির দর্পণ। দেশের ক্রান্তিকালে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার মিডিয়াবান্ধব সরকার। এই কারণে দেশে করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী অন্য পেশাজীবীদের মতো সাংবাদিকদের পাশেও দাঁড়িয়েছেন। গতকাল দুপুরে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর করোনাকালীন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। কুষ্টিয়া জেলা প্রশাসনের সভা কক্ষে এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, পুলিশ সুপার এস এম তানভির আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামহ স্থানীয় সাংবাদিক নেতারা। অনুষ্ঠানে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা, সংসদ সদস্য সেলিম আলতাফ জজ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিক নেতা মোল্লা জালাল বলেন, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের মধ্যে যে বিভেদ রয়েছে তা দূর করতে না পারলে এ পেশার মানুষের কল্যাণ সম্ভব নয়। শাবান মাহমুদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী মিডিয়াবান্ধব বলেই আজ সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। তিনি এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। পরে মাহবুব-উল আলম হানিফ কুষ্টিয়া প্রেস ক্লাব ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ জেলায় কর্মরত ৬৫ জন সাংবাদিকের হাতে প্রধানমন্ত্রীর করোনাকালীন সহায়তার চেক তুলে দেন।

সর্বশেষ খবর