বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ক্রসফায়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

--- আবুল হাসানাত আমিনী

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, সব নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূতভাবে হত্যাকা- কোনো সমাধান নয়। এই কলঙ্কের সংস্কৃতি থেকে বের হয়ে সঠিক তদন্তের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করতে হবে। ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা কোনো সমাধান নয়। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে আবুল হাসানাত আমিনী মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে ‘ক্রসফায়ারের’ নামে বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদ জানিয়ে হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, সংঘটনকারী ও ধামাচাপা দেওয়ার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, বিনা বিচারে কাউকে হত্যা করার অধিকার ইসলামে নেই, প্রচলিত আইনও এটাকে সমর্থন করে না।

সর্বশেষ খবর