বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নগরায়ণ হলেও প্রকৃতি ও পরিবেশ রক্ষাকে গুরুত্ব দিতে হবে

-সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে গতকাল বক্তারা বলেছেন, যতই নগরায়ণ হোক, প্রকৃতি ও পরিবেশ রক্ষাকে বিবেচনায় রাখতে হবে। ঢাকা শহরে লাখ লাখ চড়ুই পাখি রয়েছে। নাগরিকরা বাসাবাড়ির ছাদে বা বারান্দায় একটু খাবারের সংস্থান করলে চড়ুই পাখি এ শহরে টিকে থাকবে। ইকোসিস্টেমে পশু-পাখি ও জীববৈচিত্র্য একে অপরের অপরিহার্য। ‘জীববৈচিত্র্য ধ্বংসের পরিণাম; হুমকির মুখে সভ্যতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, পরিচালক মো. ইমতিয়াজ হোসেন, প্রধান ডিসপ্লে কর্মকর্তা মাকসুদা বেগম ও কিউরেটর সুকল্যাণ বাছাড়সহ অন্যরা এতে বক্তব্য দেন।

বক্তারা আরও বলেন, জলাভূমিতে সমৃদ্ধ বাংলাদেশে দেশি মাছের প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। শুধু মলা মাছ খেয়ে প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব। হাইব্রিড সংস্কৃতির মাধ্যমে দেশীয় বহু প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ ছাড়াও বনভূমি হ্রাস পাওয়ায় বাংলাদেশে বাঘের সংখ্যাও কমে যাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিরন্তর গবেষণা এবং পরিবেশবান্ধব মনোভাব নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর