রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে বিচার বিভাগ

- প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশের বিচার বিভাগ জাতির জনকের আদর্শকে ধারণ করে আইনের শাসন এবং সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে এবং যাবে। গতকাল বঙ্গবন্ধুর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি। এ ছাড়া, সুপ্রিম কোর্ট জামে মসজিদে পবিত্র কোরআন খানি ও দোয়া শেষে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। এ সময় আপিল বিভাগ ও হাই কোর্টের বিচারপতিরা তাতে অংশ নেন। পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভার্চুয়াল আলোচনা : অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের উদ্যোগে শোক দিবস উপলক্ষে আরেকটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ ছাড়া আলোচনায় অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, এ কে এম আমিন উদ্দিন (মানিক), বিপুল বাগমার, অমিত দাস গুপ্ত, বি এম আবদুর রাফেল, গিয়াস উদ্দিন আহমেদ ও মো. আসাদুজ্জামান মনির। ভার্চুয়াল এ আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বইয়ের উদ্ধৃতি দিয়ে তথ্যমূলক বক্তব্য রাখেন।

 

সর্বশেষ খবর