রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কুমিল্লায় করোনা উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে আরও ৫জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ।

হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- কুমিল্লা সদর উপজেলার সুরুজ মিয়ার স্ত্রী আনজুয়ারা (৩০), দাউদকান্দি উপজেলার খোরশেদ আলমের স্ত্রী হোসনেয়ারা (৫৮), বরুড়া উপজেলার দেলোয়ার হোসাইন (৬০), চৌদ্দগ্রাম উপজেলার রফিকুল ইসলাম (৭০) ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৃত আমির আলীর ছেলে মানিক (৫৫)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কভিডের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মানিক, গতকাল সকালে মারা গেছেন দাউদকান্দি উপজেলার ভেন্নাইনগর এলাকার হোসনেয়ারা, রাত সাড়ে ১০টায় চৌদ্দগ্রাম উপজেলার রফিকুল ইসলাম ও রাত ৩ টায় বরুড়া উপজেলার দেলোয়ার হোসাইন মারা গেছেন।

 হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাত পৌনে ১০টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের আনজুয়ারা মারা গেছেন।

সর্বশেষ খবর