বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সৈয়দপুরে জোড়া খুনের আসামি লাবুর জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পার্বতীপুরের মামুনুর রশীদ ও তার বোন মিন তারিন সাথী হত্যা মামলার আসামি নূর মোস্তফা সুমন লাবুর জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ভার্চুয়াল শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আকতার রসুল। জানা যায়, ২০১৭ সলের ২৯ নভেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলার জসিম বাজার দোলাপাড়া মহল্লার একটি ভাড়া বাড়িতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শহর সংলগ্ন সরকারপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে মামুনুর রশিদ (৩৫) ও একই উপজেলা শহরের পোড়াভিটা গ্রামের মহেবুল ইসলামের মেয়ে সাথীকে (২৭) হত্যা করে।

এরা দুজনেই মামাত ও ফুফুত ভাইবোন।

এছাড়া মামনুর রশিদ পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তেল ব্যবসায়ী। আর সাথী রংপুরের একটি কলেজে অনার্সের শিক্ষার্থী। এ ঘটনায় মামুনের বড় ভাই আব্দুর রশীদ বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ২২)। সুমন সৈয়দপুরের পুরাতন পোড়ারহার মোহাম্মদ আলীর ছেলে।

সর্বশেষ খবর