শনিবার, ২২ আগস্ট, ২০২০ ০০:০০ টা
একুশে আগস্ট নৃশংসতার নিন্দা

নিউইয়র্কে র‌্যালিতে মদদদাতাদের কঠোর শাস্তি দেওয়ার দাবি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

‘১৫ আগস্ট কালরাতে জাতিরজনককে সপরিবারে হত্যা, ১৭ এবং ২১ আগস্টে বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঘটনাসমূহ একই সূত্রে বাঁধা। তাই নৃশংসতায় জড়িতদের সঙ্গে নেপথ্যের মদদদাতাদেরও চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে না, তাদের রাজনৈতিক অভিসন্ধিকে চিরতরে নির্মূল করা না হলে ওই ধরনের নিষ্ঠুর আচরণ চলতেই থাকবে’-এমন মন্তব্য করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক হাজী আবদুল কাদের মিয়া। ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে ২০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় ২১ আগস্ট শুক্রবার সকাল) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত র‌্যালিতে সভাপতির ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ‘একাত্তরের রাজাকারের পুত্রসহ ঘাতকদের স্বজনেরা এই নিউইয়র্কে বসেও বাংলাদেশের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে নানা কল্প-কাহিনি রটাচ্ছে। সুযোগ পেলেই ওরা আবারও ১৫ আগস্টের মতো নৃশংসতা চালিয়ে বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার হুমকি দিচ্ছে।’ ‘আগস্ট মাসটি হচ্ছে বাঙালি জাতির জন্য শোকের মাস। এই আগস্টকে বিএনপি-জামায়াত জোট বেছে নিয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করার জন্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার মতলবে গ্রেনেড হামলা চালিয়েছিল এবং ২০০৫ সালের ১৭ আগস্ট জামাতিরা বাংলাদেশব্যাপী একযোগে বোমা হামলা চালিয়েছিল। তাই আগস্ট এলেই বাঙালি হৃদয়ে শঙ্কা দেখা দেয়া নতুন কোনো হামলা নিয়ে’-এ কথা বলেছেন আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনসহ মন্ত্রণালয়ের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ঘাতক রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখার জন্য।

ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি বলেন, গ্রেনেড হামলায় বেঁচে গেলেও ওরা চেষ্টা চালাচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে শেষ করার। এ ব্যাপারে সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি আবুল বাশার চুন্নু, নির্বাহী সদস্য এম এ আওয়াল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা মানিক, যুগ্ম সম্পাদক মো. আরিফুল ইসলাম, হাজী ইদ্রিস আলম, সাহাবউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।

‘ঘাতক রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে পাঠিয়ে দাও’ লেখা ব্যানারের সামনে অনুষ্ঠিত এ র‌্যালির সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্যতম যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন। শুরুতে ১৫ এবং ২১ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টারের ইমাম কাজী কাইয়্যুম। 

র‌্যালিতে আরও ছিলেন মুক্তিযোদ্ধা এনামুল হক, মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি হাজী আবুল বাশার ভূইয়া সন্দ্বিপী, আলমগীর কবীর, মোরশেদ খান বদরুল, এ টি এম রানা, ফখরুদ্দিন মিলন, জহিরুল ইসলাম, মাস্টার কামালউদ্দিন, হাজী ইদ্রিস আলী, আকবর হোসেন, নাজিম উদ্দিন, কাজী মোস্তফা, জামি, কার্জন প্রমুখ।

সর্বশেষ খবর