শনিবার, ২২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সেই রায়হানকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

প্রতিদিন ডেস্ক

মহামারীর মধ্যে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় সেখানে গ্রেফতার রায়হান কবিরকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। গত রাতেই তাকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার ফ্লাইটে ফেরত পাঠানোর কথা মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ জানিয়েছেন বলে মালয়েশিয়াভিত্তিক নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। এক বিবৃতিতে দাউদ বলেছেন, ‘ডিপোর্টেশন টিম রাত ৯টায় রায়হানকে কেএলআইএ-এ নিয়ে আসবে।’ করোনাভাইরাস মহামারীর মধ্যে অভিবাসী শ্রমিকদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণের সমালোচনা করে আলজাজিরার তথ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকার প্রকাশের পর ২৪ জুলাই রায়হানকে গ্রেফতার করা হয়।

৩ জুলাই আলজাজিরায় সম্প্রচারিত ওই প্রামাণ্য প্রতিবেদনে মহামারীর মধ্যে অবৈধ অভিবাসী শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে সরকারের কর্মকান্ডের সমালোচনা করে বক্তব্য দেন রায়হান কবির।

সর্বশেষ খবর