সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ভুতুড়ে বিল বাতিলে বিদ্যুৎ বিভাগকে ক্যাবের নোটিস

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিসমূহকে ভোক্তাদের কাছ থেকে অবৈধ অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধ করার জন্য একটি লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। গতকাল কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর পক্ষ থেকে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া এই নোটিস পাঠান। নোটিসের কপি বিদ্যুৎ বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও কমিশনের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়াও এই কপি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি)-এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো)-এর ব্যবস্থাপনা পরিচালক ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. (নেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে। এই নোটিসে ভোক্তাদের কাছ থেকে অবৈধ বিদ্যুৎ বিল নেওয়া বন্ধ, অবৈধ বিদ্যুৎ বিল বাতিল, মিটার অনুযায়ী মাসভিত্তিক বিদ্যুৎ বিল তৈরি, মার্চ-মে ২০২০ এই তিন মাসের বিদ্যুতের লেট ফি রদ, ভোক্তা প্রতি ওই তিন মাসের ভুতুড়ে বিলের মাধ্যমে অতিরিক্ত আদায়কৃত অর্থের বিবরণ ওয়েবসাইটে প্রকাশ করার জন্য ইউটিলিটিসমূহকে আদেশ দেওয়ার জন্য বিইআরসিকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়াও এসব অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর জন্য আগামী ৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ইউটিলিটিসমূহকে নির্দেশ দেওয়ার জন্য বিইআরসিকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিসে বলা হয়েছে।

সর্বশেষ খবর