বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহের অনুমতি পেয়েছে লুব-রেফ

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম বৃহত্তম লুব্রিকেন্ট ব্লেন্ডিং কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল অয়েল-‘বিএনও’ নামে খ্যাত ইঞ্জিন অয়েলের উৎপাদক প্রতিষ্ঠান লুব-রেফ (বাংলাদেশ) লি. পুঁজিবাজারে আসছে। সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ১৫০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে শেয়ারের প্রান্ত-সীমা মূল্য নির্ধারণে নিলামের অনুমতি দিয়েছে লুব-রেফকে। কোম্পানির বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন তুলে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে। আইএসও সার্টিফাইড প্রতিষ্ঠান লুব-রেফ অটোমোবাইল, শিল্প ও মেরিন খাতে ‘বিএনও’ ব্র্যান্ড নামে লুব্রিকেন্ট উৎপাদন ও বাজারজাত করে। দেশে তাদের একটি উচ্চমানের এক্রেডিটেড পেট্রোলিয়াম টেস্টিং ল্যাবরেটরি রয়েছে। শেয়ারবাজারে এটি হবে বেসরকারি খাতে দ্বিতীয় লুব্রিকেন্ট কোম্পানি।

সর্বশেষ খবর