মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

লেবাননে নৌবাহিনীর জাহাজ মেরামতে তুরস্কের সহায়তা

লেবাননের রাজধানী বৈরুত বন্দরের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত নৌবাহিনী জাহাজ বিজয় মেরামতে প্রয়োজনীয় সহায়তা করছে বন্ধুপ্রতীম দেশ তুরস্ক। আইএসপিআর জানায়, এ উপলক্ষে তুরস্ক নৌবাহিনীর টাগ বোটের সাহায্য নিয়ে প্রায় ৪৫০ মাইল সমুদ্রপথ অতিক্রম করে নৌবাহিনী জাহাজ বিজয় গত ৩০ আগস্ট তুরস্কের আকসাজ নেভাল ডকইয়ার্ডে পৌঁছায়। নৌবাহিনী জাহাজ বিজয়ের হাল ও পানির তলদেশের ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ নিরুপণ ও মেরামত করতে সহযোগিতার হাত বাড়িয়েছে তুরস্ক।

 জাতিসংঘের নির্দেশনা মোতাবেক এবং নৌ সদরের সার্বিক তত্ত্বাবধানে তুরস্কের নৌ ঘাঁটিতে বানৌজা বিজয়ের প্রয়োজনীয় মেরামতের কাজ পরিচালিত হবে। এর আগে বৈরুত বন্দরে তুরস্ক নৌবাহিনীর ডুবুরি দল লেজার প্রযুক্তি ব্যবহার করে  নৌবাহিনী জাহাজ বিজয়ের পানির তলদেশের ক্ষতিগ্রস্ত অংশসমূহ নিরুপণ ও চিহ্নিত করে। মেরামত শেষে জাহাজটি ৭ সেপ্টে¤¦র লেবাননের বৈরুতের উদ্দেশ্যে রওনা করবে বলে আশা করা যায়।

সর্বশেষ খবর