রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল দুপুর ১২টায় আমেরিকার একটি বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয় তাদের। বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৪টার পর একে একে প্লাস্টিকের বস্তার ভিতরে কিছু ব্যবহারি জিনিসপত্র নিয়ে বের হতে থাকেন তারা। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাস নম্বর লেখা ছিল। ফেরত আসা বেশিরভাগই বয়সে তরুণ। ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান জানান, আমরা কথা বলে জেনেছি এই কর্মীরা একেকজন ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু,  সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার  হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেফতার হন। এরপর বিভিন্ন মেয়াদে ডিপোর্টেশন ক্যাম্পে রাখার পর গতকাল একটি বিশেষ বিমানে ফেরত পাঠানো হয়। এর আগেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে এভাবে কর্মীরা ফেরত এসেছেন।

সর্বশেষ খবর