সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকারি ওয়েবসাইট নকল করে ভুয়া নিয়োগপত্র!

নিজস্ব প্রতিবেদক

জাতীয় তথ্য বাতায়নের (পোর্টাল) আওতাধীন ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি ও এর মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার ভুয়া নিয়োগপত্র ইস্যু করে প্রতারণার ঘটনা ঘটেছে। বিষয়টি ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) ইলেক্ট্রিশিয়ান মো. রুহুল আমিনের নজরে এলে গতকাল তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। ঘটনা খতিয়ে দেখতে গিয়ে জানা যায়, কাছাকাছি বানানের নকল ওয়েবসাইট তৈরি করে চারজনের নামে ভুয়া নিয়োগপত্র আপলোড করেছে প্রতারকচক্র।

রুহুল আমিন জানান, কে বা কারা তাকে ফোন করে জানায় তারসহ আরও তিনজনের নামে www.latcgovbd.com’ ওয়েবসাইটে নিয়োগপত্র ইস্যু করা হয়েছে। অথচ, গত ২১ জুন ৪৬২ নম্বর স্মারকে নিয়োগ পেয়ে বর্তমানে তিনি এলএটিসিতে কর্মরত। এলএটিসি কর্তৃপক্ষ জানায়, এলএটিসির প্রকৃত ওয়েবসাইট (www.latc.gov.bd) নকল করে ভুয়া একটি ওয়েবসাইট (www.latcgovbd.com) সৃষ্টি করে মো. রুহুল আমিনসহ আরও তিনজন কথিত ব্যক্তি মো. রায়হান রহমান, মো. আবদুস সালাম ও মো. আরিফুল ইসলামের নামে গত ২১ জুন ২০২০ তারিখে ভুয়া নিয়োগপত্র ইস্যু করেছে প্রতারক চক্র। রুহুল আমিনকে কর্তৃপক্ষ নিয়োগ দিলেও অপর তিনজনের নামে এলএটিসি কোনো নিয়োগপত্র ইস্যু করেনি। প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র ইস্যু করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ফন্দি করেছিল। ধারণা করা হচ্ছে, বিশ্বাসযোগ্যতা সৃষ্টির জন্য রুহুল আমিনের নিয়োগপত্র স্ক্যান করে তারা ওয়েবসাইটে আপলোড করেছিল। ভুয়া সরকারি ওয়েবসাইট তৈরি, স্বাক্ষর জাল ও ভুয়া নিয়োগপত্র প্রদান দন্ডনীয় ফৌজদারি অপরাধ। ইতিমধ্যে, বিষয়টি এলএটিসি ওয়েবসাইটের মূল পোর্টাল  ডেভেলপার এটুআই- কে জানানো হয়েছে। এ ছাড়া নিউ মার্কেট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর