শিরোনাম
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আল্লাহভীতি না থাকায় অপরাধ বেশি

- চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, আল্লাহভীতি ও মানবিক মূল্যবোধ না থাকায় ক্রমেই মানুষ অপরাধপ্রবণ হয়ে উঠছে। ফলে বৈশ্বিক মহামারীর মধ্যেও মানুষের ভিতর তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সুদ, ঘুষ, দুর্নীতি, খুন, অপহরণ, ধর্ষণ আগের মতোই চলছে। মানুষের মধ্যে কোনো অনুশোচনা নেই। এজন্য প্রয়োজন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা। গতকাল বরিশালে চরমোনাই মাদ্রাসায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনাকালে পীর চরমোনাই এসব কথা বলেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পীর চরমোনাই বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত বা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। একজন মানুষের মধ্যে উদার, সর্বজনীনতা, মানবতাবাদী, মানবিক ও সাম্যভিত্তিক গুণগুলো থাকা প্রয়োজন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। বিশ্বাস, আমল-আখলাক, আচার-ব্যবহার, জীবনধারণ, জীবন-মনন, শাসন পদ্ধতি, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি জীবনের সব ক্ষেত্রে সুস্পষ্ট ঐশী বিধান ও মহানবীর (সা.) সর্বোত্তম জীবনাদর্শ অনুযায়ী ইসলামকে অনুসরণ করতে হবে।

 ইসলামের সব ব্যবস্থা মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য। কোনো মুসলমানের মধ্যে হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, তিরস্কার ঘৃণা, জুলুম, অপবাদ দেওয়া, পরনিন্দা, অহংকার, কুচিন্তা, কুধারণা, কারও ক্ষতি করার মানসিকতা থাকতে পারে না। মুসলমানের জীবন মানুষের জন্য নিবেদিত। মুসলমানের দৃষ্টিভঙ্গি শুভ ও কল্যাণ দ্বারা পরিপূর্ণ।

সর্বশেষ খবর