বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি প্রস্তুতির নির্দেশ : সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন জানিয়েছেন, এখনো স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি। তবে স্কুল খোলার আগে শিক্ষার্থীদের নিরাপত্তায় যেসব প্রস্তুতি নিতে হবে, সে বিষয়ে জানানো হয়েছে। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মঙ্গলবার কভিড-১৯ পরিস্থিতিতে পুনরায় স্কুল চালু হলে যেসব পদক্ষেপ নিতে হবে তার একটি নির্দেশিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই নির্দেশিকায় বিদ্যালয় খোলার ১৫ দিন আগে থেকে প্রধান শিক্ষকদের প্রস্তুতি নিতে বলা হয়। তাতে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিস্তারিত নির্দেশনা তুলে ধরা হয়। নির্দেশিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকটি অনলাইন গণমাধ্যমে স্কুল খোলার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তথ্য ছড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে সচিব বলেন, বিদ্যালয় খোলার পরিবেশ হলে প্রধান শিক্ষকরা যেসব নির্দেশনা অনুসরণ করবেন, সে ব্যাপারে বলা হয়েছে। স্কুল খোলার কথা বলা হয়নি। তিনি আরও বলেন, স্কুল খুললে তো এক দিনেই প্রস্তুতি গ্রহণ করা যাবে না।

প্রস্তুতি নিতে সময় লাগবে।

সর্বশেষ খবর