বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
বঙ্গবন্ধুকে অবমাননা

ঢাবি শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে স্থায়ী অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বঙ্গবন্ধুর অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে তাকে চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এর ফলে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে থাকতে পারবেন না।

 তবে বিশ্ববিদ্যালয়ের চাকরি শেষে শিক্ষক হিসেবে যে প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য সুবিধা পাওয়ার কথা, তা তিনি পাবেন। উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মার্চ একটি জাতীয় দৈনিকের স্বাধীনতা দিবস সংখ্যায় অধ্যাপক মোর্শেদ হাসান খান ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন। পরে ওই প্রবন্ধে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছেন বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে একই বছরের ২ এপ্রিল তাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর