শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কবি জামিল আখতার বীনু পরলোকে

কবি জামিল আখতার বীনু পরলোকে

সাহিত্য পত্রিকা ‘মাসিক কথকতা’র সম্পাদক কবি জামিল আখতার বীনু (৮০) গতকাল ভোরে তাঁর বসুন্ধরার বাসভবনে পরলোকগমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর জন্ম ১১ আগস্ট, ১৯৪০-এ অবিভক্ত বঙ্গের মেদিনীপুরে। পৈতৃক নিবাস বগুড়ার গড়ফতেপুর গ্রামে। তাঁর প্রকাশিত কবিতার বই ‘জাতিস্মর হতে চাই’, ‘জোনাক স্ফুলিঙ্গ’, ‘প্রতীক্ষার মুখচ্ছায়া’, ‘সাড়া দাও কথা বলো’, ‘ঘুম ভেঙেছে ফুলের’ প্রভৃতি।  তিনি বাংলা একাডেমি ও এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য ছিলেন। গতকাল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বাদ জোহর নামাজে জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী আবুল কাশেমের কবরের পাশে সমাহিত করা হয়। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর