শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দেশ জাতি ও মুসলিম উম্মাহর হেফাজত কামনা করে মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের জন্য মাগফিরাত কামনা এবং এ মহামারী থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর হেফাজত কামনা করা হয়েছে। গতকাল রাজধানীর বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার নামাজের আখেরি মোনাজাতে এ কামনা করা হয়। বায়তুল মোকাররমে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিব্বুলাহ বাকী নদভী। এ সময় অসুস্থ হওয়া বায়তুল মোকাররমের খতিব প্রফেসর আল্লামা সালাহ উদ্দিন ও তার স্ত্রীর জন্যও বিশেষভাবে দোয়া করা হয়েছে। বায়তুল মোকাররমে করোনা মহামারী থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে কাতারে দাঁড়ানো, মুখে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে মুসল্লিদের উদাসীন থাকতে দেখা গেছে। গাদাগাদি করে দাঁড়িয়ে অনেক মুসল্লি মুখে মাস্ক ছাড়াই নামাজ আদায় করেন। এ বিষবোয়তুল মোকাররমের স্বেচ্ছাসেবক কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। একই অবস্থা রাজধানীর অন্যান্য মসজিদসহ সারাদেশে।

সর্বশেষ খবর