সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পশ্চিমবঙ্গ থেকে কারামুক্ত ৬৮০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর উদ্যোগ

কলকাতা প্রতিনিধি

কারামুক্ত ৬৮০ জন বাংলাদেশিকে স্বদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের কারা দফতর। বিভিন্ন কারাগারে থাকা এই বন্দীরা সাজার মেয়াদ শেষ করে এখন মুক্ত হয়েছেন। জানা গেছে, তারা মুক্ত হলেও করোনা ও লকডাউনের কারণে তাদের স্বদেশে যাওয়া হয়নি। এ অবস্থায় এই বাংলাদেশিদের স্বদেশে ফেরাতে পশ্চিমবঙ্গের কারা দফতর রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশি বন্দীদের দেশে ফেরত পাঠালে পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে চাপ কমবে। করোনার কারণে গত কয়েক মাসে তিনজন বন্দীর মৃত্যু হয়েছে। ফলে আমরা কারাগারগুলোতে এই বন্দীদের ভিড় কমাতে চাইছি।

 প্রসঙ্গত, গত মার্চ মাস থেকে বিশ্বজুড়ে শুরু হয় করোনাভাইরাসের প্রাদুর্ভাব। সেই সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে আদালতের নির্দেশে রাজ্যের কারা দফতর কয়েক হাজার বন্দীকে প্যারোলেও মুক্তি দিয়েছে।

সর্বশেষ খবর