সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ঢাকার শেয়ারবাজারে লেনদেন এক হাজার ৩৩০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে গতকাল দেশের দুই   শেয়ারবাজারেই বড় উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সবকটি সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বেশির ভাগ শেয়ারের দর বৃদ্ধিতে ডিএসইর লেনদেন হয়েছে এক হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকা।

জানা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক পাঁচ হাজার পয়েন্টে স্পর্শ করার পর গতকাল শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪ পয়েন্টে উঠেছে। ডিএসইতে ২২৬ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১০৬টি এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪  কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি  লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। কোম্পানিটির ৫৮ কোটি ৯৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ শেয়ার দর ছিল ১১৮ টাকা। লেনদেনে দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকোর। তৃতীয় স্থানে আইএফআইসি ব্যাংক। শীর্ষ তালিকায় আরও ছিল ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার  জেনারেশন, ডেল্টা ব্র্যাক হাউজিং এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই  বেড়েছে ২৩৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৪৭ কোটি ৯৮ লাখ টাকার। লেনদেনে অংশ নেওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৭টির দাম বেড়েছে। কমেছে ৮৫টির এবং ২৫টির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর