মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হাই কোর্টে জামিন পেলেন ‘রাষ্ট্রচিন্তার’ দিদার

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সামাজিক সংগঠন ‘রাষ্ট্রচিন্তা’র দিদারুল ইসলাম ভূঁইয়াকে জামিন দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, কাজী জাহেদ ইকবাল ও জ্যোতির্ময় বড়–য়া।

গত ৫ মে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩, সিপিসি-১ এর ওয়ারেন্ট অফিসার মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে ১১ জনের নামে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। র‌্যাব জানায়, আসামিরা ‘আই অ্যাম বাংলাদেশি’ নামে ফেসবুক পেজে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণœ করতে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে অপপ্রচারসহ বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন। যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটায়। এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন দিদার।

সর্বশেষ খবর