বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘কোটি টাকার প্রতারণা হোমিও দুই ডাক্তারের’ শিরোনামে গতকাল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনের পৃথক প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হোমিও ইউনিটের কো-অর্ডিনেটর ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. আবদুর রাজ্জাক তালুকদার এবং বঙ্গবন্ধু হোমিওপ্যাথি ইউনিভার্সিটির প্রধান উদ্যোক্তা ডা. সাখাওয়াত ইসলাম ভূঞা।

প্রতিবাদপত্রে ডা. রাজ্জাক দাবি করেন, হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নামে জমি ক্রয় করা হয়েছে। ছাত্র/ছাত্রীর ভর্তি এবং শিক্ষক, কর্মকর্তা/কর্মচারীর নামে কোনো টাকা নেওয়া হয়নি। ঢাবি পেশাজীবী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়নি। বরং বর্তমান কমিটিতে তাঁকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। ডা. এনায়েতুর রহমান ভূঞার সঙ্গে তাঁর কোনো আর্থিক লেনদেন হয়নি। প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে যেসব উত্থাপিত তথ্য তা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

পৃথক প্রতিবাদপত্রে ডা. সাখাওয়াত দাবি করেন, যেসব বিষয় জড়িয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেসব অসত্য ও বানোয়াট।

সর্বশেষ খবর