বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মহামারী বিশ্বের অগ্রগতি ২০ বছর পিছিয়ে দিয়েছে

-গেটস ফাউন্ডেশন

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর নজিরবিহীন তান্ডব বিশ্বে স্বাস্থ্য থেকে অর্থনীতি প্রতিটি ক্ষেত্রেই অগ্রগতি ২০ বছরেরও বেশি পিছিয়ে দিয়েছে। সোমবার ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে একথা বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিশ্বের বিভিন্ন দেশের দরিদ্র মানুষ এবং শিক্ষা, স্বাস্থ্যের মতো জরুরি খাতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া বিল গেটস ফাউন্ডেশনের এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মহামারী বিশ্বের সব জায়গাতেই মানুষের জন্য এক বিরাট ধাক্কা। মানুষের অর্থসম্পদ তো বটেই, সামগ্রিকভাবে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য বড় ধরনের ধাক্কা খেয়েছে।

বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ধনী-গরিবের মধ্যে  বৈষম্য এমনভাবে বাড়ছে যেমনটি কয়েক দশকেও দেখা যায়নি। বিশ্বজুড়ে চরম দারিদ্র্যের মুখোমুখি হয়েছে বিপুল সংখ্যক মানুষ। জীবন-জীবিকার মানোন্নয়নের নির্ধারিত লক্ষ্যমাত্রা মুখ থুবড়ে পড়ছে। স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বব্যাপী বিভিন্ন টিকা কর্মসূচি ৯০ এর দশকের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

সর্বশেষ খবর