বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শুরু হলো ইয়াস কৃষি চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শেকৃবি প্রতিনিধি

দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সায়েন্সেসের উদ্যোগে দেশব্যাপী শুরু হয়েছে ‘আইএএএস (ইয়াস) জাতীয় কৃষি চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২০’। গতকাল সন্ধ্যায় ইয়াস বাংলাদেশের ফেসবুক পেইজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। তরুণ চিত্রশিল্পীদের অনুপ্রেরণা জোগাতেই ‘শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় (শেকৃবি) এর আয়োজন করে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। প্রতিযোগিতা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

শেকৃবি ইয়াস’র এক্সচেঞ্জ কো-অর্ডিনেটর জান্নাতুন নাইয়ুম সোমা ও বহিঃসম্পর্ক বিষয়ক ভিপি নাবিদ রহমানের সঞ্চালনায় শেকৃবি উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এএইচএম সোলায়মান, কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর