শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হোমিওপ্যাথি বোর্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড দুই দিনের মতবিনিময় সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড ‘বঙ্গবন্ধু জাতীয় হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার’ এবং ‘শেখ হাসিনা হোমিও বিশ্ববিদ্যালয়’ স্থাপন প্রকল্প প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে ১৫-১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. আজিজ আহমেদ মালিক। সঞ্চালনা করেন রেজিস্ট্রার-সচিব ডা. জাহাঙ্গীর আলম। সভায় বোর্ড কল্যাণ ট্রাস্ট গঠন ও বেতন-ভাতা প্রস্তাব গৃহীত হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর