মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে স্থগিত হয়ে যাওয়া জাতীয় সংসদের বিশেষ অধিবেশন নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে নতুন করে বিশেষ অধিবেশন আহ্বানের চিন্তা করা হচ্ছে। নভেম্বরে অধিবেশনটি হতে পারে। ২২-২৩ মার্চ এই বিশেষ অধিবেশন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। সেই অধিবেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির ভাষণ দেওয়ার কথা ছিল। এ ছাড়া আরও বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রণব মুখার্জি মৃত্যুবরণ করেছেন। প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পরে সেই অধিবেশন স্থগিত ঘোষণা করেন।

সংসদ ভবনে অনুষ্ঠিত মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের সংশোধিত কর্মসূচি পর্যালোচনা সভায় বিশেষ অধিবেশনসহ গৃহীত ১০ দফা কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। নভেম্বরে মুজিববর্ষের ওয়েবসাইট উদ্বোধন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদর্শনী, শিশুমেলার কর্মসূচি এতে অন্তর্ভুক্ত রয়েছে।

রবিবার অনুষ্ঠিত এ-সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

সর্বশেষ খবর