মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিজিবির ১৯১ সদস্যের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ১ হাজার ১৩৪ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের যে প্রজ্ঞাপন প্রকাশ করেছে, এরমধ্যে ১৯১ জনের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ূম। পরে তিনি জানান, গেজেট বাতিল আইনানুগ না হওয়ায় সংক্ষুব্ধরা রিট করেছেন। আদালত পৃথক রিটের শুনানি নিয়ে বিজিবি ও বিমানবাহিনীর ১৯২ জনের ক্ষেত্রে গেজেটটি  স্থগিত করে রুল জারি করেন। এছাড়া তাদের ভাতাও দিতে নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, ১৯২ জনের মধ্যে ১৬০ জন আগে রিট করেছিলেন। তখন ভার্চুয়াল কোর্ট নিয়মিত আদালত খোলা না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিলেন। এখন নিয়মিত আদালত চালু হওয়ায় তাদের রিট উপস্থাপন করা হলে আদালত সনদ বাতিলের গেজেটের ওপর স্থগিতাদেশ, ভাতা দিতে নির্দেশ দিয়ে রুল জারি করেন। আর নতুন করে বাকি ৩২ জন রিট করেন। তাদের ক্ষেত্রেও একই আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, ৭ জুন ১ হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে সরকার।

সর্বশেষ খবর