বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আটকে পড়া প্রবাসীদের সংকট নিরসন করুন

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব থেকে ছুটিতে এসে কিংবা করোনার কারণে আটকে পড়া প্রবাসীদের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ গতকাল এক বিবৃতিতে বলেন, সৌদি থেকে ছুটিতে এসে লাখ লাখ প্রবাসী বাংলাদেশে আটকা পড়েছেন। তারা রি-কনফার্ম টিকিট না পেয়ে নানাবিধ হয়রানির শিকার হচ্ছেন। তাদের অনেকেরই টিকিট ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। ফলে তারা যথাসময়ে কাজে যোগদান করতে না পারলে কর্মসংস্থান ও চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে না পারলে উদ্ভূত পরিস্থিতি ও সৌদিগামী প্রবাসীদের সমস্যা সমাধানের ব্যর্থতা সরকারকেই বহন করতে হবে।

অন্যদিকে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে বলেন, লক্ষাধিক সৌদি প্রবাসী ছুটিতে দেশে এসে বিমানের টিকিটের অভাবে কর্মস্থলে ফিরে যেতে পারছেন না। অনেকেরই সৌদি ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশে আটকে পড়া প্রবাসী কর্মজীবীদের ভিসার (আকামা) মেয়াদ সৌদি সরকার যাতে বাড়ায় সে জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি কূটনৈতিক তৎপরতা চালানোর দাবি জানান।

সর্বশেষ খবর