বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গলায় ঢুকে গেল জ্যান্ত কই মাছ

কিশোরগঞ্জ প্রতিনিধি

মাছ ধরতে গিয়ে যুবকের গলায় ঢুকে গেল জ্যান্ত কই মাছ। এতে তার জীবন সংকটাপন্ন অবস্থা হলে অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয় কই মাছটি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের আবদুল মালেকের ছেলে সফি গতকাল সকালে বিলে মাছ ধরতে যান। এ সময় একটি কই মাছ ধরেন তিনি। হাতে কই মাছ থাকা অবস্থায় পায়ের নিচে আরেকটি মাছ চাপা পড়ে। সফি হাতের কই মাছটি মুখে কামড় দিয়ে ধরে পায়ের নিচে থাকা মাছটি ধরার চেষ্টা করেন। এ সময় মুখের মাছটি গলার ভিতরে চলে যায়। এ অবস্থায় তার জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেলে নিয়ে যায়। সেখানে নাক-কান-গলা বিভাগের প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরার নেতৃত্বে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে গলা থেকে বের করে আনেন আস্ত কই মাছ। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন সফি। তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর