বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গাড়ির ফিটনেস টেস্টিং সেন্টার বাড়ানোর নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক

আনফিট গাড়ি নির্ধারণের জন্য আগামী দুই মাসের মধ্যে দেশে যানবাহন ফিটনেস টেস্টিং সেন্টার বাড়ানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বিআরটিএ কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছে আদালত। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। পরে আইনজীবী তানভীর আহমেদ বলেন, বিআরটিএ কর্তৃপক্ষের আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের কথা ছিল। কিন্তু তারা আদেশ বাস্তবায়নের জন্য দুই মাস সময় চায়। পরে আদালত তাদের দুই মাসের সময় দিয়েছে।

সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপে যথাযথ পদক্ষেপ নিতে ২০১৮ সালের ৯ জুলাই বিআরটিএ চেয়ারম্যানকে আইনি নোটিস দেওয়া হয়। ১০ দিনের সময় বেঁধে দিয়ে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বলা হয় নোটিসে। নোটিসের জবাব না পেয়ে ওই বছরের ২৬ জুলাই রিট করা হয়। পরে ৩১ জুলাই সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানচলাচল বন্ধে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না এবং ফিটনেসবিহীন যানচলাচল বন্ধে গণপরিবহনের ফিটনেস নিশ্চয়তা ও নজরদারিতে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাই কোর্ট রুল জারি করেছে।

সর্বশেষ খবর